গাঁজাখোর শুকরের বাচ্চায় ভরে গেছে দেশ;
নষ্ট হয়েছে এই সমাজের মানবিক পরিবেশ!
কে দেবে এর উত্তর? এর জন্য দায়ী কারা?
নষ্টের যারা আশ্রয়, প্রশ্রয়দাতা দায়ী তারা।
সামান্য অর্থের জন্য যারা লালন করছে নষ্ট জীব;
তারা বিবেকহীন, আইনের লঙ্ঘনকারী ভীরু-ক্লিব!
যাদের নেই শিক্ষা-দীক্ষা তাদের কাছে কেন শিক্ষিত?
হয়ে আছে আজ বড়ো অসহায়-অপমানিত-লাঞ্ছিত?
নিরব কেন প্রশাসন? নিঃশ্চুপ কেন আইন?
নাকি উহাদের ম্যানেজ করে রেখেছে কোনো লাইন?
কোন ইঙ্গিতে আজ আইনের হাতগুলো বাঁধা?
যে তারা দিব্যি অনড় জীবের মতো হয়ে আছে গাধা!
আইনের রক্ষক অনুগ্রহ ক'রে সমাজ কোরো না নষ্ট;
তোমাদের প্রজন্ম ভবিষ্যতে কষ্ট পাবে এটাই স্পষ্ট!
সামান্য অর্থের লোভে যারা সমাজ করছো ধ্বংস,
কেমন করে শান্তিতে রবে ভবিষ্যৎ প্রজন্মের বংশ?
অতএব সাধু সাবধান-শাসনদণ্ড রয়েছে যাদের হাতে!
নষ্ট আগাছা উপড়ে ফেলো কঠিন-কঠোর আঘাতে!

তাং-৩০/০৫/২৪