একটি দেশে অনেক জাতি
ধর্ম- বর্ণের বসবাস ;
এটি হ'লো মানব জাতির
অতীত সত্য--ইতিহাস।
সত্য পথে চলার প্রতীক
ধর্ম হ'লো সেই বিধান ;
ধর্ম করে মংগলের জন্য
প্রতিহিংসার নেই স্থান।
যার ধর্ম সে পালন করে
সত্যের নিয়মে বিশ্বাসে ;
মানব সৃষ্টির শুরু থেকে
এ আইন যে সব দ্যাশে।
সুন্দর ভাবে বাঁচার জন্য
ধর্ম- কর্মের এ নিয়ম ;
কোনো ধর্মে নেই যে কোথাও
হিংসা- বিদ্বেষ- অনিয়ম।
সঠিক পথে চলার মন্ত্র
আদর্শ জীবনের চাবি ;
ধর্মের ভিতরে নেই কোনো
প্রতিহিংসার ভাবাভাবি।
তাং--২৪/০১/১৮