এ কেমন ভাইরাস
(মহামারী করোনা ভাইরাস কে নিয়ে লেখা এই কবিতাটি)
- অসিত কুমার মন্ডল
দিনে দিনে হয়তবা একটু একটু ক'রে
সরে যাবে মেঘ!
আস্তে আস্তে কেটে যাবে জীবনের
ব্যথা আর উদ্বেগ!
যতোদিন এ জগত ধূসর- মলিন
ততোদিন ধৈর্য্য ধরি;
এ জীবন আবার আগের মতো
সাজাব নতুন করি!
যারা চলে গেল পৃথিবী ছেড়ে
আসবে না তারা ফিরে;
সবাই তাদের বিদায় জানালো
কেঁদে কেঁদে অশ্রুনীরে!
এমন মৃত্যু কেউ কি চেয়েছি?
হানা দিয়ে অকস্মাৎ!
কেড়েনিয়ে যাবে আপন স্বজন
বুকে দিয়ে বজ্রাঘাত!
আজো লাশের মিছিল চলছে
দেশে দেশে ঘরে ঘরে!
মৃত্যুর পরোয়ানা থামবে কবে?
স্রষ্টাই বলতে পারে!
এ কোন ভাইরাস এলো জগতে?
অদৃশ্য অশনি সংকেত;
জীবন- মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
আমরা অসহায় অনিকেত!
শোকাতুর ধ্বণি দিকে দিকে আজ
বিধাতার লিখন মিছে!
কালের গহবরে হারিয়ে গেছে সব
ধর্মের নিয়ম যে পিছে!
সৃষ্টির শ্রেষ্ঠ জীব আর কীট-পতঙ্গে
কিবা আছে ব্যবধান?
সবাই মরছে নিয়ম- নীতিহীন ভাবে
সকলের মৃত্যু একসমান!
তাং-২৮/০৪/২০ খ্রি.
[[ কবিতাটি-করোনা কীর্তন-কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত]]
[[ সম্মানিত বন্ধুরা। সম্প্রতি প্রকাশিত হয়েছে আমার মৌলিক দেশাত্মবোধক সংগীত গ্রন্থ-“দেশবোধন” ও “সুরের ঝিলিক” নামক আধুনিক, গজল, বিরহ-বিচ্ছেদ গানের মৌলিক সংকলন স্বরলিপি সহ। বই দুটি রকমারি ডটকম-এ পাবেন। সরাসরি বই পেতে চাইলে কমেন্টে জানাবেন। বই দুটি সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।]]