মন তুমি তো মনকে বোঝো না ?  মনের মধ্যে কঠিন দরজা ।

ছুটছে শুধু মনের মতো , সব কিছুতেই  কঠিন কথা।


মন খারাপে মনের কি দোষ  , বুকের জ্বালা বুকে থাকুক ।

কান্না তোমার সাথে থাকুক, স্বপ্নযাত্রা শূন্য ভাসুক ।।