তোমার ইচ্ছেগুলো ইচ্ছে করে
আমায় দিতে পার -
তোমার হাত দুটো আজ শক্ত করে
আমার হাতে বাধঁতে পার ।
তোমার দুষ্টু চোখের আখিঁ -
হঠাৎ করে দিতে পার ফাঁকি।
তোমার বেনী করা চুল
দুষ্ট চোখে করি যখন ভুল।
হাতে দেওয়া রঙিন চুড়ি
ভাল লাগে না আমার
তোমায় ছাড়া যখন ঘুরি।
বিশুদ্ধ আমার বিশ্বাস-
যখন তোমার আমার বন্ধ হবে শ্বাস।
ঝিলিক করা হাসি-
মনটা আমার তখন দেখি খুশি।
তোমার আমার নিবিড় ভালবাসা-
অপেক্ষা আমার শেষ কখন বাঁধবো বাসা।