সকালটা আজ ছিল তোমার
দুপুরটা হউক আমার-
দুজন মিলে করবো
আমরা
সকল সঠিক ভাগ
এর জন্য কখনো
তুমি করবে না শত রাগ ।
রাগের যত সময়টুকু
তোমায় ভালো লাগে
নরম কোমল স্বর্ণ ছিল আজ
তোমার নাকের অগ্রভাগে ।
রাগে তুমি পড়বে
হাতে কাঁচের চুড়ি
তখন তোমায় নিয়ে আমি
স্বপ্নে ভাসবো সারারাত ।
রাগলে যাদের
মন্দ লাগে
তুমি তেমন নয়
জীবনটা তাই তোমার
হোক না শুধু রাগময় ।