বদলে যাবে একদিন -
অপেক্ষায় আছি জানিনা
কতটা প্রতিক্ষা করতে হবে -----
কতটা বছর মাস দিন গোধূলি
পার হয়ে যাবে বিভীষিকায় সকল পথ ।
কখনো বদলে যাবে চোখের আড়ালে-
বনসাই বৃক্ষের মতো বড় হয়ে
বদলে যাবে একদিন ।
ক্ষনে ক্ষনে স্বপ্ন দেখি আমিও
একদিন বদলে যাবো-
উচুঁ বৃক্ষের মতো শোভিত সুশীল হাওয়াতে ।।