নারী সে এক মহিয়সী মন
মাতৃরুপে কখনো বা স্ত্রীরুপে-
সে এক অপার মহিমা ।
কখনো বা কঠোর থেকে কঠোর
কখনো চায় পাখি হয়ে -
নীল আকাশে উড়তে
মন বড়ই চঞ্চল
থাকে না স্থির কখনো ।
চায় টকের স্বাদ নিতে কখনো বা মিষ্ঠি
সৃষ্টি কখনো বা বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে ।।