জলধারের কমল ভেবে ভূল করি
মোর হৃদয় নামক জলনিধির সংগ্রামে-
কমল আমার আবেশের প্রতিক তুমি।


তোমার কোমল ভালবাসার অস্পর্শতা
ভেবে নাহি পাই কোথায় রাখি তোমায়
তোমায় ছোঁয়া হয়নি কখনো আমার ।


আমি নির্ঘুম, আমি মৃতপ্রায়
হৃদয়ের কালবৈশাখীর ঝলকানি
মরুপ্রান্তর হয়েছে মোর জলধারায় ।।