শিশুর গায়ের মত গায়ে লেগে থাকে রক্তের ঘ্রাণ
শ্রদ্ধায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি শহীদ মিনারে
নির্বিকার দাঁড়িয়ে থাকা একুশের অপেক্ষায় ।
শহীদ মিনার একটি জ্বলজ্বলে ইতিহাস
একেকটি লাশের ফসল-
একেকটি সুষম ভাষার মিনার -
ফুলে ফুলে ভরে ওঠে ।
মিনার গড়ে তোলো নগর-বন্দরে বা পরবাসে
যেখানেই থাকো না কেন সকল জাযগায় -
গড়ে তোলো একেকটি শহীদ মিনার ।।