নেই তো আজ আমার মাঝে
হয়তো হারিয়ে গেছি অচেনা বহুদূরে
স্বপ্নের সুদিন আর কত দুরে -
দীর্ঘশ্বাস আসে যাই আমার
বুকে হাহাকার করে ।
ভিজে যাওয়া অশ্রু দুটি চোখে
স্বপ্ন ভেসে যায় চোখে ঝাপসা ভাসে -
কেউ তো বুঝে না আমায়
কেউ খুঁজে না আমায়
মন কিছুই মানে না
আজ স্বপ্নের চাওয়ায় ।
ভাবনার বুকে শত অহংকারের ভার
কত না অজানা দাবীদার
ভেঙ্গে গেছে বুকের বিশ্বাস
চির চেনা কত স্বপ্নের অভ্যাস ।
চাওয়া পাওয়ার মাঝে কত শূন্যতায়
মন কাঁদে আজ অজানা কত বিষণ্ণতায়
আলো অন্ধকারে দোলে মন যে আজ
চলে যায় রোদেলা দুপুরে ।
সময়ের স্রোতে মন ভেসে যাওয়া
চাইলে ও হয় না তাকে কাছে পাওয়া।
কষ্ট বুকে নিয়ে শত শত পথ চলা ।।