দেখেনি কখনও আমি বাস্তবতার রুপ
অন্তরালে থাকা সত্য মিথ্যার অজস্র স্তুপ ।
শুধু শ্যামল এর আনাগোনা,
আমি ও তাদের সাথে একজনা
অক্লান্ত পরিশ্রম হোক না কোন -
আকাশের বৃষ্টির আনাগোনা ।
আমি বলেছি কোন একদিন হে বাস্তবতা
হযতো রঙিন তুমি কারো কাছে
কারো বেলায় আবার অন্ধকার ।
বুঝা উঠাই যেন,
আমার বাস্তবের মাঝেও অবাস্তবতা ।