ফুলগুলো সব নিজের মতো
ফুটতে পারে একা একা -
রঙগুলো সব নিজের মতো
মিশতে  পারে আপন রঙে
গাইতে পারে কত গীতিকথা ।

মনে হয় সব আমার ভুলের
ফুল ও রঙেরে একাত্মতা
সব কিছু আজ আমার কাছে
ব্যর্থ  কালোয় ঢাকা ।

সূর্যের  দেওয়ার আলোর মতো
মন আমার তৃপ্ততায় হাসে  
কাল বৈশাখী  ঝড়ের মতো
মন আমায় নিঃস্ব ব্যথায় ভাসে ।

পূর্ণিমার আলো গুলো
আলোর ভূবন ভরা
অমাবস্যার কালো অন্ধকার
মনটা কষ্ট কাদাঁয় ।

তোমার আমার স্বপ্নের মাঝে
অনেক ভুল থাকে
সুখের পাতায় তোমার নামে
আকঁছি নীল রঙে -
দু:খের কথা অনেক লিখেছি
কষ্ট কালির শীষে ।।

××××××××××××----------------××××××××××××