আমি তোমার তাই বলে -
কতবার আমি স্পর্শ করতে গিয়ে
গুটিয়ে নিয়েছি হাত
সে তো আমার লজ্জ্বায় ।
ভালোবাসার-
গান শুনাতে গিয়ে
পারিনি বলতে শুধু আমার কান্নায় ।
হাতের মৃদু স্পর্শ
সামান্য শব্দ শুনে
ঘুম থেকে জেগে উঠ বারবার।
কত উল্লাসে চেয়েছি
তোমাকে পারিনি বলতে এখনো।
কল্পনা করেছি আমি
তোমায় ঘুমের চোখের চাওয়ায় ।
মনে করি মৃত্যু কি হবে
আমার শুধু তোমার জন্য।
হয়তো একদিন জানবে
তুমি জন্মেছিলাম
শুধু আমার জন্য।