তোমার আমার ভালবাসার স্পর্শ হউক পরিপূর্ণ
তুমি ছাড়া হৃদয় আমার শুধুই শূন্য –
তোমার স্পর্শ আমায় ভরিয়ে দেয় নতুন করে
কত অজানা স্পপ্ন এসে ধরা দেয় তোমার হাতটি ধরে ।
তোমার সুধা পান করেছি তোমায় ভালবেসে
সারাটি জীবন কেটে যাবে তোমার পরশে –
আমার থেকে তোমায় কোন দিন পারবে না দূরে রাখতে
আমার হৃদয়ে জায়গায় অন্য কেউ পারতো না তেমনটা করতে ।
মনের শীতলতায় বুকে চাপা কান্না তোমাকে নিয়ে যাবো রৌদ্রের দুপুরে
হাসিতে আমার চাপা বুকের পোড়া ছাই সুর তুলে পায়ের নুপুরে ।।
------------------------------------×××××××××××××----------------------------------------