শান্ত আকাশের --
ক্লান্ত বিকেল বেলা
আকাশের সকল পাখি-
ঝিলমিল করছে উড়ে উড়ে খেলা।
অতিথি পাখি শূন্যে হাওয়ায়-
উড়ছে গগন ময়
আছে অনেক চাওয়া-
তাই তো নেই কোন ভয়।
সন্ধ্যা তারা সুধার ধারা -
চলছে জগৎ ময়
ছবি আঁকছে কবি কত -
বিশ্ব ভূবন ময়।
নিখিল ছাড়ি দিগন্তে আজ
শত চাওয়া যায় মিশে -
ঠিকানায় জমায় পাড়ি
পায়না কোন দিশে-
মনের চাওয়ার মাঝে আজ -
সন্ধ্যা আকাশ জুড়ে
আমার চাওয়ার স্বপ্নগুলো -
আজ বিশ্ব ভূবন ময় ।