স্বল্পকালীন এর জন্য মেঘ হয়ে মুক্ত আকাশে
উড়ে উড়ে জড়ো হয়ে বাধঁভাঙ্গা উল্লাসে -
অপেক্ষায় আছি আমি, তপ্ত রোদ উঠে হাসে
ঝরো-না বৃষ্টি হয়ে আমায় ভালোবেসে ।
তৃষ্ণার্ত হৃদয় আমার শুধু তোমার অপেক্ষাতে
কখন ভাঙবে তুমি কোন বর্ষার রাতে -
সমস্ত আকাশ দিলাম তোমার হাতে
ছেড়ে যাবে কোথায় আমি দেবো না তোমায় হারাতে ।
সত্যি তুমি মেঘবালিকা, আমার মনের আকাশে
বাঁধবো তোমায় শিকল দিয়ে ছেড়েঁ যাবো না
শুধুই তোমায় ভালোবেসে । ।