আমায় নিয়ে ভাবো
আমি আছি তোমার পাশে –
ভাবনা যখন ফুরিয়ে যাবে
বাঁচি আমি কেমন করে
থাকবো কেমন ভাবে ।
ভাবনা শুধু তোমায় আমি
দিতে পেরেছি শুধু
যুগযুগান্ত কাল বন্ধু হয়ে
থেক আমার পাশে ।
ভালবেসে হৃদয়ের মাঝে
দিয়েছি তোমায় ঠাই
বল শুধু তোমায় ছেড়ে
কোথায় আমি যাই ।
ভালবেসে শুধু ছায়ার মত
থাকবে আমার পাশে
অমৃত সুধা পান করে
মরব তোমার বিষে ।।