মৃত্যু এক ক্রমশ সময়
মৃত্যু বোবা  কন্ঠে, খুব কাছাকাছি
নীরবতার এপিঠ ওপিঠ –

চোখের স্বপ্নের গড়াপাতায়
লাল ফুলের মাঝে
ঘুমন্ত কালো গোলাপ ।

মৃত্যু ক্রমশ আকাশের কান্নার বৃষ্টির সুর
ভাসিয়ে নেওয়া স্থবির সময়
বন্ধ চোখে আমার কাছে
অদৃষ্টকে পাওয়া -

নি:শব্দ বেজে ওঠা ঘন্টা
একাকী পথে চলা
আমার কাছে মৃত্যু এক
স্বপ্নের প্রতিচ্ছবি -

মৃত্যু সে তো কাগজে কলমে
লিখা এক নীরবতা
মেনে নিতে হবে সবাইকে
মৃত্যুর বাস্তবতা ।।



----------------- ×××××------------------