বৃষ্টি ভেজা মন আমার
স্বপ্ন দেখার মাঝে –
বৃষ্টি আমার হয়নি ছোঁয়া
শুধু তোমাকে চাওয়ার ছলে -
থমকে দাঁড়ায় হঠাৎ আমার
জীবন পথে পথে---------
বৃষ্টি হঠাৎ থেমে যায়
স্বপ্ন ভাঙ্গার মাঝে ।
জমে থাকা সব অভিমানী মেঘ
ফুঁপিয়ে ঝরে পড়ে -
আবেগ সব ঝড়ো হয়ে
মুষল ধারায় কাঁদে ।।