তোমার হাতটি যদি আমার হাতে রাখো হাত
শত হাজার ঈর্ষার দেয়াল চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে আজ
নিমিষেই গড়ে উঠতে পারে তোমার আমার সহানুভূতির পাহাড়
তোমার হাতটি যদি আমার হাতে রাখো হাত
অনেক হাজার বছরের আর্তনাদগুলো গুলি করে উঠবে চিৎকার
ভরে উঠবে ভালোবাসা আর স্নিগ্ধতায় হজার ও দুয়ার
তোমার হাতটি যদি আমার হাতে রাখো হাত
সৃষ্টির বিলুপ্ত অনুভূতিগুলো ছুঁয়ে যাবে
তোমার আমার হৃদয়ের প্রতিটি কোণায়
জেগে উঠবে নতুন পরিক্রমায় বাধাঁ হয়ে থাকবে কোন কিছু আর ।।