সহস্র  রংএর  প্রজাপতি সব বন্দি জীবন কাটায় উড়া্বে মন

আলোর সীমান্ত পেরিয়ে আজ বোবা কান্নার নি:শব্দ  কান্নার মিছিল

অতলসমুদ্র হিমাচল ভ্রমণ শেষে নোঙর ফেলেছি প্রভাতের মনপবনে

রাগ-অনুরাগ ভুলে যেয়ে সব  স্বপ্ন ছোঁয়ার নীরব  অভিযানে ।।