নদীর ধারে নৌকা ছিল
নানান রকম সাজে-
বড় হলে মাঝি হব
স্বপ্ন ডাঙ্গার মাঝে ।
ছোট বেলায় স্বপ্ন ছিল
তারার আকাশে করব বাড়ি
রঙ-বেরঙের ঘুরি হয়ে
দূরাকাশে চলাবো গাড়ি।
আকাশ থেকে দেখব আমি
পৃথিবীর সব আকাঁ বাকা পথে
রোদ-বৃষ্টি জমা করে
ডাকব তোমায় আমি।
বাড়িটা আমার নদীর কাছে
করব স্বপ্নের মন -
স্বপ্নগুলো হারিয়ে গেছে
নেই তো এখন কাছে।