মিষ্টি রোদের কষ্টের কান্নায়
অবিশ্বাসের ছায়া পড়েছে আমায় -
মরচে ধরা জীবনের শত চাওয়ায়
বাঁধ ভাঙ্গা ঢেউয়ে নিয়েছে কেড়ে ।
তীব্র রোদের মাঝেও ছায়া যেন অবিচল
পানিতে ডুব দিয়ে দেখতে পায় তা অবিকল ------
স্বার্থের দাপটে শূন্য ভরা অসহায় বিশ্বাস
স্থির থাকতে পারেনা হৃদপিণ্ড
ফেলছে শত দীর্ঘ নিঃশ্বাস ।
আলোতে বসবাস করে স্বাদ নিচ্ছি আধাঁরের
ধ্বংস মনে হয় ঘনিয়ে এলো
বিশ্বাসের দরজার মিনারে ।।