শৈশব শেষে কৈশর
যৌবনে বুনা একটু একটু করে স্বপ্নের জাল

হয়নি পূরন,
সে জীবন ভরে গেছে মিথ্যা জঞ্জালে
জীবন সরে গেছে
জীবন থেকে দূরে বহু দূরে ।

নিজেকে চিনিনা বলে, চিনিনা স্রষ্টাকে

জীবন ঢেকে গেছে
দুঃখের এক আস্ত চাদরে
মন ঢুবে গেছে
কষ্টের এক মহা সাগরে

পেট তো ভরে গেছে
গ্লানির লোনা জলে
জীবনতরী শুধু সত্য-সুখের রঙ্গিন কুলে ।।