বিশ্বাস তুমি হারিয়ে যাবে না
পথ হারিয়ে কোনদিন -
বিশ্বাস তুমি থাকবে হৃদয়ের মাঝখানে
আমি নির্বোধ হতে পারি তবে এতটা
স্বার্থপর হবো না কোনদিন ।
যদি অবিশ্বাস থেকে স্বপ্ন হারিয়ে যাই
মনের খেলায় যেন হারিয়ে না যাই
আমি নির্বোধ বা স্বার্থপর হতে চাই না -
তোমার আমার মাঝে আছে অনেক বিশ্বাস-
আমার প্রতিটি হৃদস্পন্দনেই মিশে আছে প্রতিটি
রক্তের কোনায় -
তাই বলছি কোনদিন হারিয়ে যেওনা
আমার আছে পাহাড় সমান বিশ্বাস
হৃদয়েই রেখো আমার এই কথা -----
ভালোবেসে কথা দিলাম তোমায়
আমি অমর্যাদা করব না বিশ্বাসের এই নিশ্বাস ।।