রিক্ত  দু-চোখ সিক্ত হল আজ
সে তো অশ্রু না রক্ত রসে ভরা

জীবন আজ ধ্বংস হবে
ভূ-মাটির মাঝে ধসে ধসে ।

কারো মধ্যে চাওয়ার নাইতো আজ
সবই সাগরের মাঝে অতল নদীর খরা ।

জীবন জগৎ আজ বিবর্তনে ধরা
স্বপ্নের মাঝে  স্রষ্টাকে তার মাঝে ডাকতে সারা ।

সব কিছু আজ হাহাকার এক মুঠে
বাজনার ঢোল বাজবে বলে এই

নতুন ক্রন্দন হারে  তাহারো মাঝে
ধংসের মাঝে সৃষ্টির সেরা ।