ভালবাসা,
হয়তো  একটু বেশি ছিল -
তোমার প্রতি আমার ।

কারন,
হারানোর ভয় টা একটু বেশি ছিল-

স্বপ্নটা,
একটু বেশি দেখিছি তোমায় নিয়ে আমি ।

স্বার্থ ,
ছিল একটাই তোমাকে আপন করে নেওয়া ।

জানতাম না,
বেশি আপন করে চাওয়া টা ভুল ছিল আমার ।

নির্ঘুম,
রাত আর্তনাদ করেছি তোমার জন্য আমি ।

অপেক্ষা,
করতে করতে চোখের জলে করেছি বন্যা ।

কষ্ট,
সে তো সুখে আছে,
যেহুতু আমি চেয়িছি তোমায় ।

সে তো তোমার আমার ভালবাসা ।।