আমার দুটি চোখের জল
কবিতার জলে ধরা দেয় বার বার।
কতটুকু কয় ফোঁটা চোখের জলে
কত শব্দ লেখা হয় তা তো যায় না বলা
কখনো খেয়াল করি নি মনে ও প্রানে ।
চোখের জলের কবিতার লেখার পাতাগুলো
মিশে আছে একাকার হয়ে অনেক দূরে।
মাঝে মাঝে বৃষ্টি এসে নামে
আমার স্বপ্নের আলোকে -
চোখের জলকে মিশিয়ে দিতে চায়
অজানা বহুদূরে
রোদ এসে শুকিয়ে দিয়ে যাবে
না বলা বিকালে ।।