কান্নার ভেজা চোখে
জ্বলন্ত এক টুকরো অশ্রু
কষ্টে তাদের জীবনের ইতিকথা –
কাঁপছে শরীর অধিক শীতে
শরীরটা তাদের আজ জবুথবু
আমাদের মনে আছে কি তাদের জন্য
কষ্ট এতটুকু ?
অনাহারে , অর্ধাহারে গড়া জীবন
জীবন এভাবে কাটে -
রাস্তায় ফুটপাতে ঘুমন্ত
যেকোনো মাঠে ঘাটে বা প্রান্তরে –
সংগ্রাম তাদের অসংখ্য সাক্ষী
এই কি জীবন কাটছে হেলায়
স্মৃতি গুলো চোখের পাতায়
দিন বদলের পালায় –
ওদের কথা আজকে লিখতে বসে
পাই না মনে কোন মনে সায়
হৃদয় আমর কেঁদে যায়
শব্দ শূন্যতায় ।।
(পথকলি যারা রাস্তার আশেপাশে জীবন গড়া তাদের কষ্টের পাতায় - হবে কি তাদের জন্য কোন ঠাঁই আমাদের মনের শূন্যতায়)