ঝড় সে তো আসবে তবে আসুক মনে
আসুক তার ইচ্ছামতো বা জলোচ্ছাস নিয়ে ।
না হয় ভূমিকম্পের মতো আসুক-
যা কিনা কেঁপে উঠবে মাটি ।
পাহাড় ধসে যাক তার ইচ্ছামতো -
নদী তীর ভেঙ্গে যাক মনের মতো ।
তার সাথে দূরত্ব বাড়লে বাড়ুক -
ঝড় আসবে আসুক ।
আর ভয় পাই না ওসব ঝড়ে
জলে না হয় স্থলে-
না হয় অন্দরে বা অন্তরে ।।