প্রভাতের আকাশে ,ফুলের বাগানে, ফুটেছে ফুল গাছে-গাছে
আকাশে বাতাসে, পাখিরা গাইছে গান মাতাল হাওয়ায় কাছে-কাছে ।
রক্তঝরা ফাগুন-মাসে চারিদিকে শুধু চাওয়ার পালা বর্ণমালা নিয়ে এলো
শতরঙের-জাগরণের খেলা চারিদিখে শুধু দেখা যায় ফাগুনের মেলা -
ফুলে-ফুলে চারিদিকে ফুটে আছে শোভা দিয়ে অনন্ত -
ঘরে-বাইরে জাগলো - মনে আবার এলো বসন্ত এলো বসন্ত ।।