রাজপথ থেকে রাজপথে
চলেছি একলা অজানা কোন পথে
অজানার কোন গন্তব্য
হেঁটে হেঁটে চলে
অচেনা স্বপ্নলোকে –
রাজপথে দেখেছি কত
ছোট ছোট ইট বালুকণা
কথা বলে মনের অজান্তে
দেখেছি কত স্বপ্ন
সারারাত কাদেঁ একা একা ।
পরে থাকা কত স্বপ্ন মানুষের -
কথা বলতে চাই গড়ে তুলতে চাই
মধুর মিতালী –
বলে তোমার পা দু’খানি
সাথী হবে আমার চলার পথে
দাও না হাত খানি –
দু:খ পেয়ো না বন্ধু
কষ্ট পেয়ো না
আমি হবো রাজপথের
অজানা গন্তব্য
একাকী যাত্রী ।।