আমরা স্বপ্নচারী হয়ে স্বপ্ন দেখি । অসীম আকাশে ডানা মেলে উড়বার। স্বপ্ন সেতো মরিচিকায় পরিনত হয়।
স্বপ্ন সুন্দর ধরণীর আনাচে কানাচে ঘুরার মন তৈরী করে।হাজার ফুলের সৌরভ ছড়ায় মাধ্যমে।
হাজার তারার মাঝে চাঁদ আলো দেবার জন্য। স্বপ্ন অনন্ত অসীম। স্বপ্ন কোন বাধা মানে না। স্বাধীন ভাবে ঘুরে বেড়ার পন করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
যাকিনা রঙ্গিন স্বপ্ন দুঃস্বপ্নের দানব হয়ে আঘাত হানে বারবার মনে । বেদনার অশ্রু হয়ে গড়িয়ে পড়ে।
জ্বর-জ্বালায় কেঁপে ওঠে বারবার। কেটে যায় কষ্টের দিনগুলো অচেনা কোন এক শহরে ।
হাজারো স্বপ্ন চোখের তারা হয়ে খেলা করে। যা মুহুর্তেই কয়েক ফোঁটা আনন্দাশ্রু গড়িয়ে দু'গাল বেয়ে।
বড় হওয়ার স্বপ্ন ধীরে ধীরে ভেসে দু'চোখের সামনে যাকিনা আনন্দ অশ্রু হয়ে চোখের পাতাও ভিজে যায় ।
যা শুধু পারি গামছা দিয়ে মুছে দিতে আর কিছু না । স্বপ্ন যা মানুষের এমন এক মানসিক অবস্থা যাতে ঘুমের মধ্যে অবচেতনভাবে অনুভব করা কিছু ঘটনা মাত্র।
যেসব ঘটনা কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় সত্যি রুপ নেয়। সান্ত্বনা পাওয়ার আশায় বিশেষ ধরনের স্বপ্নের বিছানায় ঘুমাতে যায় এই মাত্র আর কিছু না।
জাগ্রত হওয়ার আগ পর্যন্ত স্বপ্ন দ্বারা দেহ পরিচালিত হয়।