নীরব চিন্তা
ঘুমে থাকা শহর
ফাঁকা ফাঁকা রাস্তা
কথা নাই শধু
নীরব  চিন্তা ।

একাকী বলে
চিন্তা আর চিন্তা
হবে কি সকাল
আমার চোখের চাওয়ায়
হঠাৎ চিন্তা
চলে গেলে কী হবে
রেখে যাবো হয়তো
স্মৃতি
অনেক দিয়েছি কষ্ট তোমায়
মনের অজান্তে
মনের চাওয়ায়
ভূলে কী যাবে আমায়
মনে কী পড়বে
স্মৃতি

মনে কী রবে আমায়
দিয়ে গেলাম কত স্মৃতি
আর চিন্তা বাদ দাও
থাক মনের গভীরে
গড়ে তোলে জীবন আবার
চেয়েছিলে যা তুমি -

বুকে নীরব  চিন্তা
হবে আবার দেখা
হবে কী আবার
ফিরে কী আসবো আবার
আমার চাওয়ার স্মৃতি
পাতায়।।