আনন্দ আর উচ্ছ্বাস  নিয়ে বলি - ও পাখি
এসো মোরা আজ বাঁধি বন্ধুত্বের রাখি -
পাখি বলে না ভাই, মোর  আজ সময় নাই একটুও-
যদি  তুমি পারো আজকে আমার
খবরটা চারিদিকে ছড়িয়ে দিও ।



কাঁধে কাঁধ মিলিয়ে সকল নীরবতার সাক্ষি হয়ে
সকল প্রানে আজি  রণাঙ্গনে রব পড়ে -
সকল প্রানে  জ্বলে উঠুক আকাশের তারা হয়ে
রক্তিম সূর্য উদীয়মান সবুজের প্রান্তরে
বায়ু বয়ে যাক সকল অন্তরে ।