সূর্যমুখীর মতো হেসে থাকা শিল্পীর ছবি -
স্বপ্নের মহাকাল তুমি ।
মায়ের গর্ভে থাকা-
জীবনে সুরের ঝংকার সে তো নারী ।
লজ্জাবতীর লাজ ফুলশয্যার সাজ -
ধ্রুবতারার আলো তুমি ।
লক্ষ নক্ষত্রের মাঝে -
হৃদয়ে থাকা সুখের প্রদীপ জ্বালো।
প্রিয়সী প্রেমের পিপাসার্থ-
মন তার প্রতীক্ষায় মরি নারী ।
মায়াবী আঁখির দৃষ্টি রেখায় মত-
প্রাণে বশ করা মন।
নিঃসঙ্গ মনের বিপরীত মুখি-
সঙ্গী ও শান্তির গতিবেগ তুমি ।
শান্ত যুবকের ক্লান্ত নয়নের অশ্রূ-
সিক্ত দুটি পাতা হে নারী ।
ব্যর্থ যুবকের না পাওয়া বেদনায় -
বিদ্রোহী চিত্তে মৃত্যুর পাঞ্জা সে নারী ।
টর্ণেডোর ক্ষতিগ্রস্ত চাষীর মাঠ ভরা ফসল -
বধূর শুকনো ঠোঁটের কোণে এক চিমটি হাসিঁ ।।