জীবনের সবকিছু ঠিকঠাক কত থাকে
প্রতিনিয়ত তো নিজেকে গুছিয়ে রাখতে -
কতইনা চেষ্টা আর ছল ছাতুরির আশ্রয় নিতে হয়
ঠিকই কিন্তু উইপোকা ঠের পেয়ে যায় ।
এলোমেলো বাতাসেরা খেলে যায় অগোচরে
যখনই নিজের করি হারিয়ে যাই তখন -
স্বাধীনভাবে কিছু পেতে চাওয়ার ইচ্ছে জাগে যখন
বাঁকা চোখে মানুষরা যেন তাকায় বার বার তখন
চোখে জ্বলে স্বার্থপরতার আগুন দাও দাও করে ।
আকষ্মিক উত্তর হতে ধমকা হাওয়া যখন বয়ে যায়
ঠিক করা সব কিছু করে দেয় এলোমেলো ।