সংগ্রাম সে পথটা অনেক দুর্গম
যন্ত্রনার আর হাকাকারের মাঝখানে
শুধু বালুচর ঘেটেছি অগ্রিম ।
জীবনের হিসেবটা -
নাকি গরমিল খুব
অবাক করে দেখে থাকে
নির্বাক হয়ে যায় চুপ ।
হারিয়েছি জীবনের-
গতিময় ছন্দ
সংগ্রামী জীবনটায় হবো
অনেক উদ্দোমী
অন্তিম অনন্ত পথে -
ছুটছি আর ছুটেছি অদ্যাপি ।
জল ঝঞ্ঝার পেরিয়ে যাবো
আমার শেষ পথে পথে
ক্রমশ অজান্তে হচ্ছে
আবার শেষ এই রথে ।