প্রানে জাগে,
প্রত্যাশা খালি পায়ে শুধু হেঁটে চলা -
ঘুম নেই চোখে,
মনে হৃদয়ে শ্রদ্ধা জানানোর আকুলতা ।
কোটি বাঙ্গালী,
একটাই সুর সমবেত মনে শহীদ মিনারে -
দাঁড়িয়ে ,
ফুল হাতে শুধু স্বাদ জাগে শ্রদ্ধা জানাতে তোমায় ।
লক্ষ প্রানের,
রক্তে রাঙ্গানো ২১শে ফেব্রুয়ারী ভুলি কি করি ।
মুখে মুখে ধ্বনিত হয় একটাই সুর অবলিলায় ।
এনেছে বুকের তাজা রক্তে ছিনিয়ে নিয়েছে আজ
ভাষায় প্রশান্তি,
মেলে কোটি কোটি হৃদয়ে আজ বারবার -
ফুলঝরা কত কথা জেগে উঠে শতবার ।।