আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়ে তোমারে-
আজ সেই বৃষ্টি সকল দেশকে
বাধ্য করছে কাঁদতে-
সকল মানুষের অন্তরে ।

শত প্রতিকূলে রুদ্ররুপের
ধারায় যায়না বাঁধা-
বৃষ্টির সেই প্রলয় নিজে  কেঁদে
অন্যকে ভাসায় বন্যায়।

নদী-নালা পাহাড়-পর্বত  ডিঙ্গিয়ে
ছুয়ে যায় প্রতি কণায়।

কাঁদে নদী-নালা
কাঁদে বৃক্ষরাজি
কাঁদে ফসলাদি
মানবের  সভ্যতা বিলীণ-
আশংকায় আতংকিত
ধ্বংসের দ্বারপ্রান্তে সৃষ্টি

সেই ধংসের আর আনন্দের বৃষ্টি।।

------------------------------------------