বৃষ্টি এসে মনের দরজায়
বাজনা বাজায়-
বৃষ্টি এসে আমার চোখের প্রতিটি কোনায়
কান্না নামায় ।
ভিঁজে মন ভিঁজে প্রান
ভিঁজে হৃদয় গুঁটি শুটি।
মনের দরজায় দোলে গাছ
চোখের পাতায় বৃষ্টির নাচ-
উৎসব নেমেছে আজ ।
বৃষ্টি নেমেছে আমার চাওয়ায়
বৃষ্টি ভেঁজাবে আমার সব-
মন পবিত্র হই সেই বৃষ্টির স্নানে,
প্রাণ ফিরে আসে-
সব মৃত ফসলের প্রানে।
প্রানবন্ত পৃথিবী
ঘুম ভাঙ্গা রিমঝিম
সব বৃষ্টির কান্নায় ।।