শান্তি প্রতিষ্ঠার পথে -
এসে যাও বলীয়ান
বাধা বিঘ্ন পেরিয়ে এগিয়ে গেয়ে যাও
জীবনের জয়গান।
প্রবীণ রেখো না মনে -
কখনও প্রবীণ
মনটাকে সব সময়
রেখো প্রতিক্ষন নবীন ।
অতীতটাকে
মুছে দিওনা কোনদিন -
বর্তমানের মাঝেও থাকবে অতীত ।
সবুজ পাহাড় বৈচিত্র্যময় থাকবে অরণ্য
পৃথিবীর নবধারা-
রাখবো অক্ষুন্ন।
দিগন্তে উদিত হবে সূর্য
আসবে কত থাকবে কত
নতুনের প্রাচুর্য।