শান্তি তোমার মনের ভিতর, শান্তি তোমার প্রাণে
শান্তি তোমায় খুঁজে নিতে হবে সকল অন্তরে -
শান্তি তুমি খুঁজে পাও মাতার অভিমানে
শান্তি তোমায় খুঁজে নিতে হাজার মানুষের ভিড়ে ।

শান্তি তোমায় খুঁজতে  হবে সাথির ঝগড়ায়
তাহলে দেখবে তুমি অশান্তি সব ছেড়ে পালিয়ে যায় ।
পিতার শাসনে শান্তি, শান্তি তোমার মুখে চোখে
শান্তি তুমি পাবে যেন পৃথিবীর চারিদিকে ।

অশান্তিতে শান্তি, রাগারাগিতে শান্তি,
শান্তি আছে শিশুর চিৎকারে -
শান্তি তুমি খুঁজে পাবে ছোটদের আবদারে ।

সাথির চোখে শান্তি, শান্তি তার অপরূপ  সৌন্দর্যে  
শান্তি তুমি খুঁজে পাবে ভাল মানুষের অন্তরে ।
সকল অশান্তি ছেড়ে পালিয়ে যাবে শান্তির হাহাকারে-

শান্তি তুমি খুঁজে পাবে ,পথকলিদের আদর মমতাতে ।
শান্তি তোমায় দেয়নি  বাঁধা মনে হয় সব অশান্তির ছড়াছড়ি
শান্তি তোমায় খুঁজে নিতে হবে মনের ছবিতে।।


---------------------------------------