রাতের চাঁদ এসে বলে -
আমি বৃষ্টির জলে ভিজবো
কলঙ্ক ধুঁয়ে নিস্পাপ হয়ে যাবো
কাছে তোমার এসেছি -
কিছু কষ্ট যত্ন করে পেতে ।
মনের রোদ্দর দীপ্ত আকাশকে-
মেঘলা করে দিতে
ব্যথিত হৃদয়ের আতর্নাদ -
কান্নার মনে ধুয়ে দিতে ।।
এক ফোঁটা জল -
শরীরে আমার কাঁপন ধরায়
তুমি যে আমায়-
এক চামচ কলন্ক দিয়ে গেলে
মলিন মুখে লুকিয়ে থাকা
অভিমানটা কষ্টে ভরে দিলে-
বেহায়াপনা মনের অলংকার
অপেক্ষায় ভরে দিলে ।