চলে যাওয়া কিছু স্মৃতি
কিছু প্রিয় মুখ-
ভালোবাসার চাদরে জড়ানো
কিছু চেনা সুখ-
সকল মনের সম্ভাবনা
সকল কিছু কল্পনা-
স্মৃতির অতলে হারানো
কিছু মনের ঠিকানা ।
হারিয়ে যাওয়া নতুন করে
উল্টিয়ে স্মৃতির পাতা -
মনের কাছে মনে পড়ে
পুরনো দিনের কথা।