নীরবে নীরবতা-
এত মধুর নয়নে নয়নে
মিশে আছে
অস্থিস্ত্বের ক্ষনে ক্ষনে ।
অজান্তে ডেকে নিয়ে আসি
নীরবতার ------
প্রতি ক্ষনে ক্ষনে ।
যাবে না ধরা তোমায়
ছোয়াও যাবে না আবার
তাও মনে হয়-
যেন তোমায়
ভালোবাসি আমি
নীরবে তোমায় ।
কষ্টের অনেক মূহুর্ত
সাথি কি হবে আমার
হে নীরবতা ৷