অসহায় মানুষ পড়ে না চোখে -
মনে ভাল কাজ করার -
আগ্রহ নাই আমার ।

মনে পড়ে আছে অজস্র কালিমা
প্রাথর্না সে কালি মুছে দাও প্রভূ ।

অনেক বড় হয়ে গেছি আমি
চোখে সানগ্লাস এখন -

বাড়িতে দুপুরে কোন খাবার খাই না
সে সানগ্লাস থেকে মুক্ত কর দাও প্রভূ ।

অহংকারে ভরা জীবন আমার
সকল কিছু ভরা ষোল আনাতেই

সে অহংকার ভেঙ্গে দাও প্রভূ
তোমার চোখের আলোয় ।

ব্যাংকে অজস্র টাকা আমার
বউ ছেলে  জন্য কোন কিছুতো বাধাঁ নাই -
সব কিছু পাপ কামাই করছি
সেই পার্থিব মোহে থেকে
মুক্ত করে দাও প্রভূ ।