শুভ জম্মদিন শুভ জম্মদিন -
জাতির পিতার জম্মদিন
কোটি মানুষের হৃদয় থেকে -
মুছবেনা এইনাম কোনদিন ।
জাতি আজ স্মরণে স্মরণে মুখরিত -
তোমায় জানাই সালাম বিনম্র শ্রদ্ধায়
সকলের হৃদয়ে থাকবে -
চির অমর অনিঃশেষ ভালবাসায় ।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি-
জম্ম তোমার হে আমার নেতা
তোমার জন্যই মোরা পেয়েছি -
কোটি বাঙ্গালীর প্রাণের এই স্বাধীনতা।
সাহসে- স্নেহে- ভালোবাসায় -
মমতায় আর দুর্বলতায়
আপামর বাঙালির হৃদয়ে তুমি
স্বপ্নদ্রষ্টা - প্রতিবাদী সত্ত্বায় ।
থাকবে তুমি বাঙালির হৃদয়ে -
অস্তিত্বে অজস্র বহমান
শ্রদ্ধাভরে স্মরণ তোমায়
হে আমার প্রাণের জাতির পিতা শেখ মুজিবুর রহমান ।