সুন্দর র তোমায় দেখেছি কোন এক শ্রাবনের প্রাতে
শ্রাবনের মেঘের দিনের বরন পারিজাত নিয়ে হাতে ।
নিদ্রিত, নি:শব্দ পুরী কোন পথিক ছিল না পথে
একা চলে গেলে কোন এক সোনার রঙের রথে-
কিছুক্ষন থামিয়া মোর দিকে বাতায়নপ্রাণে-
চেয়েছিলে তুমি করুণ তোমার নয়নপাতে ।
কতবার আমি ভেবেছিনু কতবার ডেকেছিনু মোর প্রাণে উঠি উঠি
আলস ভাবিয়া কোন এক পথে বাহিরাই ছুটিয়া ।
উঠিয়া যখন এসে তখন গিয়েছ তুমি চলে-
দেখা বুঝি আর হল না তোমার সাথে ।।